top of page
প্রয়োজনীয় অডিও ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করুন।
সুষুপ্তি-যোগ অভ্যাস করার আগে, এই যোগ সম্পর্কে ভালোকরে জানুন (পড়ুন)। ব্লগ দেখুন। 
।। সুষুপ্তি-যোগ ।।
(পার্ট- ১)
এখানে ক্লিক করে ফাইল ডাউনলোড করুন>

।। সুষুপ্তি-যোগ ।।

(পার্ট- ২)

এখানে ক্লিক করে, ফাইল ডাউনলোড করুন>

।। গানঃ জাগো-ওঠো ।।
।। মহামনন ধ্যান ।।
।। মহামনন ।। স্ব-অভিভাভন গীতি
~মহর্ষি মহামানস

আমি জাগ্রত- আমি সক্রিয়, আমি সচেতন মোহমুক্ত।
আমি নির্মল--- পবিত্র, আমি সুন্দর--- আমি সুস্থ।।

আমি কে তা' আমি জানি, আমি সত্যানুসন্ধানী। 
আমি দীপ্ত--- বিকশিত, আমি সকল বাঁধন মুক্ত।।

আমি পূর্ণ-- আমি স্বাধীন, আমি স্ব-নিয়ন্ত্রণাধীন। 
আমি নিজেরে হারায়ে খুঁজি, আমি জেনেছি সৃষ্টিতত্ত্ব।।

আমি শান্ত-- সন্তুষ্ট, নই কখনোই আমি রুষ্ট। 
নেই অজ্ঞান-অন্ধত্ব, আমি প্রজ্ঞান-আলোক প্রাপ্ত।।

*গান-দুটি খাতায় লিখে নিন। ক্লাসে 'গানের মাধ্যমে ধ্যান' শেখানো হবে। তখন গান দুটি গাইতে হবে।

।। মহামনন আত্মবিকাশ সঙ্গীত ।।
~মহর্ষি মহামানস

জাগো ওঠো--- জাগো ওঠো, জাগো মোহ মুক্ত হও। 
জাগো মন--- হও সচেতন, এখনো কেনো ঘুমাও। 
জানো চেনো বোঝো নিজেরে, দ্রুত বিকশিত হও।।

জাগো ওঠো--- অন্তরামি, জাগ্রত সক্রিয় হও। 
স্ব-বোধে স্থিত হয়ে, 'মহামনন' যুক্ত হও।।

বিকাশমান চেতনা পথে, সচেতন হয়ে এগিয়ে যাও। 
আর যা-ই তুমি হওনা কেন , সবার আগে মানুষ হও।।

জাগো ওঠো--- হে মহাপথিক, সর্বাঙ্গীণ সুস্থ হও। 
মানবধর্মের পথ ধরে তুমি স্ব-নিয়ন্ত্রণাধীন হও।।

*গান-দুটি খাতায় লিখে নিন। ক্লাসে 'গানের মাধ্যমে ধ্যান' শেখানো হবে। তখন গান দুটি গাইতে হবে।

।। সংগীতের মাধ্যমে 'মহামনন' ধ্যান ।। 
 

'সঙ্গীত সহযোগে ধ‍্যান' হলো একটা খুব সহজ এবং ফলপ্রসূ ধ‍্যান পদ্ধতি। প্রথমে গানটি কাগজে লিখে নাও। তারপর--- আমার সঙ্গে গলা মিলিয়ে গানটিকে কণ্ঠস্থ করে নাও। তারপর নিজেই গাইতে থাকো। কয়েকজন মিলে সংঘবদ্ধ হয়েও, এই ধ‍্যান অভ‍্যাস করতে পারো।

ধ্যান-সংগীত গাওয়ার সময় হেলেদুলে--- মাথা দুলিয়ে, হাত তুলে, অথবা হাতে তালি দিয়ে--- মাতোয়ারা হয়ে গান গাইতে থাকো।

গানটি কে বারবার (repeatedly) গাওয়া সাথে সাথে--- ক্রমশ লয় বা গতি বাড়িয়ে দাও। অর্থাৎ ক্রমশ দ্রুতগতিতে গান গাইতে থাকো। কিছুক্ষণ গাওয়ার পরে, যখন দেখবে বেশ ঘোরলাগা মতো অবস্থা হয়ে এসেছে, তখন গান গাওয়া বন্ধ করে চোখ বুজে স্ব-বোধে স্থিত হয়ে, ধ‍্যানের গভীরে ডুবে যাও।

সমস্ত ফোকাস থাকবে মস্তিষ্কের ঠিক মাঝখানে। আস্তে আস্তে এক চিন্তাশূন্য অবস্থায় চলে যাও তুমি। যতক্ষণ ভালো লাগবে ধানের মধ্যে ডুবে থাকো।

এর বহুবিস্তৃত সুফল বর্ণনা করার প্রয়োজন নেই। নিষ্ঠার সঙ্গে ধ‍্যান অভ‍্যাস করতে করতে, ধ‍্যান-যোগী নিজেই উপলব্ধি করতে পারবে এর বহুবিধ উপকারিতা।

bottom of page